শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ছয় সহযোগীর বিরুদ্ধে বিদেশ ভ্রমণে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) নিষেধাজ্ঞা জারি করেছে। খবর: জিও টিভি।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ইমরান খানের প্রধান সচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল, অভ্যন্তরীণ বিষয়ক সাবেক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল গহর নাফি ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির পঞ্জাবের ডিজি রিজওয়ান। এফআইএ জানায়, অনুমতি ছাড়া তারা বিদেশ সফরে যেতে পারবেন না। পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা আরসালান খালিদের ওপরও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এফআইএ ২০০৩ সাল থেকে ‘স্টপ লিস্ট’ চালু করে। এর মাধ্যমে অযাচিত ব্যক্তিদের (অপরাধী) বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে কোনো ব্যক্তির বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করতে ‘এক্সিট কন্ট্রোল’ তালিকায় নাম যুক্ত করা হতো। এক্সিট কন্ট্রোল তালিকায় নাম যুক্ত করা বেশ সময়সাপেক্ষ ছিল। তাই তালিকায় নাম ওঠার আগেই নির্দিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে চলে যেতেন। এ কারণে এফআইএ ‘স্টপ লিস্ট’ ব্যবহার শুরু করে।
গত শনিবার গভীর রাতে বিরোধীরা পাকিস্তানের সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে জিতে যায়। এই অনাস্থা ভোট এড়াতে পিটিআই একাধিক চেষ্টা করেছিল। সংসদে ৩৪২ জনের মধ্যে ১৭৪ জন ইমরানের বিরুদ্ধে ভোট দেন। এতে ইমরান খান পদচ্যুত হন। এরপর রোববার পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করে তার দল। বিক্ষোভে সেনাবিরোধী সেøাগান দেয়া হয়। তাদের অন্যতম সেøাগান, ‘ঈদের পরে জেলে ভরো’। এই জেলে ভরার আন্দোলন শিগগির শুরু করতে চায় পিটিআই।
গতকাল পাঞ্জাব প্রদেশে লাল হাভেলি থেকে ইমরানের সমর্থনে জমায়েত ও বিক্ষোভ হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলবে। ঈদের পর লাল হাভেলি থেকে জেল ভরো আন্দোলন শুরু করা হবে।