Print Date & Time : 1 September 2025 Monday 10:10 am

বিদ্যুতের পর এবার বাড়লো গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের দাম বৃদ্ধির পর এবার শিল্প, বাণিজ্যিক ও বিদ্যুৎ খাতে দাম বাড়লো গ্যাসের। তবে আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম বাড়েনি, এসব খাতে গ্যাসের দাম আগের মতোই রাখা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে দাম বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি মন্ত্রণালয়। ফেব্রুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুতখাতে সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। আর শিল্পখাতে ১৬ টাকার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

তবে প্রজ্ঞাপনে আবাসিক গ্রাহকদের এক চুলার দাম আগের মতোই ৯৯০ টাকাই রাখা হয়েছে। একইভাবে দুই চুলার দাম ১০৮০ টাকাই আছে। সিএনজিতেও প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং চা শিল্পের গ্যাসের দামও আগের মতো প্রতি ঘনমিটার ১১ টাকা ৯৩ পয়সাই আছে।