Print Date & Time : 7 July 2025 Monday 12:44 pm

বিধিনিষেধ তুলে নিচ্ছে নেদারল্যান্ডস

শেয়ার বিজ ডেস্ক: কভিড-১৯ সংক্রমণ কমে আসার পরিপ্রেক্ষিতে সব ধরনের বিধিনিষেধ তুলে নিচ্ছে নেদারল্যান্ডস। ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন এ নির্দেশ জারি হবে। খবর: বিবিসি।

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী আরনেস্ট কুইপারস বিধিনিষেধ তুলে নেয়ার এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কভিড মহামারিতে সংক্রমণ, হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যু কমে গেছে। তাই সরকার বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হেগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সবকিছু স্বাভাবিক হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখছেন মানুষ। জনসমাগমস্থলে মাস্ক পরছেন তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা বুদ্ধিমানের কাজ, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তবে তিনি সতর্ক করে বলেন, মহামারি এখনো পুরোপুরি শেষ হয়নি। স্বাস্থ্যগতভাবে যারা দুর্বল তাদের সতর্ক থাকা উচিত।

বিধিনিষেধ তুলে নেয়ার পর খুলে দেয়া হবে পানশালা, রেস্টুরেন্ট ও সব ক্লাব। মহামারির আগের পরিস্থিতিতে ফিরবে সবকিছু।

গত বছর ডিসেম্বরে দেশটিতে ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলে পুনরায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর আগে একই বছর জানুয়ারি ও নভেম্বরে কভিড নিষেধাজ্ঞা বিরোধীদের সঙ্গে দেশটির পুলিশের সংঘর্ষ হয়। তখন বিধিনিষেধের প্রতিবাদে আন্দোলন করেন অনেক মানুষ। এরপর পুলিশ অনেক আন্দোলনকারীকে আটক করে।