Print Date & Time : 12 August 2025 Tuesday 6:50 pm

বিধিনিষেধ থাকছে না, মাস্কও বাধ্যতামূলক নয় যুক্তরাজ্যে

শেয়ার বিজ ডেস্ক: বিশ্ব আক্রান্ত ওমিক্রনে। এ ধরনের কারণে অনেক দেশে যখন দৈনিক আক্রান্তের সংখ্যা আবার লাখ পেরিয়ে যাচ্ছে, তখন বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। তুলে নেয়া হচ্ছে করোনার যাবতীয় বিধিনিষেধ। খবর: দ্য গার্ডিয়ান।

এমনকি মাস্ক পরাও বাধ্যতামূলক হবে না ওই দেশে। ওমিক্রনের হাত থেকে কিছুটা নিস্তার পেয়ে সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে বরিস সরকার। বরিসের দাবি, সরকারের বুস্টার ডোজ কর্মসূচির সাফল্যের জন্যই সব বিধিনিষেধ তুলে দেয়া সম্ভব হচ্ছে। দেশটিতে এরই মধ্যেই তিন কোটি ৬০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। ৬০ বছরের ঊর্ধ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনা টিকার তৃতীয় ডোজ পেয়ে গেছেন।

বিজ্ঞানীদের দাবি, সেদেশে করোনা সংক্রমণ এরই মধ্যেই পিক অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক পর্যায় পেরিয়ে এসেছে। গত কয়েক সপ্তাহ লাগাতারভাবে সংক্রমণ কমছে।

গত বুধবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দেন, এই মুহূর্তে ব্রিটেন কিছুটা হলেও ওমিক্রনের ফাঁড়া কাটিয়ে উঠেছে। তাই গত মাসে নতুন করে যেসব বিধিনিষেধ জারি করা হয়েছিল, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই সেসব প্রত্যাহার করা হচ্ছে। তিনি আরও জানান, এতদিন ধরে যে সামাজিক দূরত্ব মানার কথা সরকার ঘোষণা করেছিল, সেসব বিধি তুলে নেবে সরকার। চলতি সপ্তাহ থেকেই আর পরতে হবে না মাস্ক। তবে কেউ চাইলে মাস্ক ব্যবহার করতে পারেন। কিন্তু সরকারের তরফ থেকে কোনো জোর করা হবে না।

অন্যদিকে সামাজিক জমায়েত, বার-রেস্তোরাঁ কিংবা নাইট ক্লাবেও যাওয়া যাবে যে কোনো সময়। এতদিন পর্যন্ত এসব জায়গায় যেতে হলে যে কভিড পাসের প্রয়োজন হতো এখন থেকে তার দরকার হবে না।

পাশাপাশি এদিন সরকার ঘোষণা করেছে, এখন থেকে যুক্তরাজ্যে ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক নয়। কাজের জন্য বা বিনোদনের জন্য বাড়ির বাইরে বেরোনোর ওপরও থাকছে না কোনো নিষেধাজ্ঞা।