Print Date & Time : 5 August 2025 Tuesday 12:04 am

বিনা খরচে মাসিক লেনদেন প্রতিবেদন দেবে সিডিবিএল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বেনেফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারীদের এখন থেকে মাসিক লেনদেন বিবরণী অনলাইনে দেবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এটিসহ আরও কয়েকটি সেবা বিনা খরচে দেয়া হবে বিনিয়োগকারীদের। এখন থেকে প্রতিমাসের শুরুতে আগের মাসের লেনদেনের সব তথ্য ইমেইলে জানিয়ে দেবে সংস্থাটি।

গতকাল আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল ইসলাম। তিনি বলেন, ‘অনলাইন সেবা দিতে গিয়ে সতর্ক হতে হবে, কারণ হচ্ছে হ্যাকাররা এখন খুব শক্তিশালী। তাদের কাছ থেকে সাবধানে থাকতে সব রকম প্রস্তুতি নিতে হবে। এজন্য ব্লক চেইন প্রযুক্তির সক্ষমতায় যাওয়াটাই নিরাপদ হিসেবে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করতে না পারেন, তাহলে কেন আপনার কাছে মানুষ টাকা রাখবে? এই আস্থার জায়গাটি আরও জোরালো করতে হবে। আমি আরও একটি বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে কোম্পানিগুলোকে রিটার্ন দেয়ার অভ্যাস করতে হবে। তাহলে আমাদের বিনিয়োগকারীরা আর হতাশ হবেন না।’

পুঁজিবাজারে কাউকে প্রতারণা ও জালিয়াতির সুযোগ দেয়া হবে না উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘কয়েকজনের কারণে আমাদের কঠোর হতে হয়। তাদের সমাজ থেকে সরিয়ে দিতে হবে। তাহলে বাকিরা সহজে ব্যবসা করতে পারবেন। আপনি যদি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করতে না পারেন, তাহলে কেন আপনার কাছে মানুষ টাকা রাখবে? এই আস্থার জায়গাটি আরও জোরালো করতে হবে। আমি আরও একটি বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে কোম্পানিগুলোকে রিটার্ন দেয়ার অভ্যাস করতে হবে। তাহলে আমাদের বিনিয়োগকারীরা আর হতাশ হবেন না।’

বিএসইসি মিলনায়তনে সিডিবিএল আয়োজিত অনুষ্ঠানে বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘একটি-দুটি নয়, বেশিরভাগ কোম্পানির ওয়েবসাইটে পরিপূর্ণ তথ্য নেই। আমরা প্রায়ই বিভিন্ন কোম্পানির সঙ্গে বৈঠক করছি। বৈঠকের আগে কোম্পানি সম্পর্কে এক ধরনের তথ্য দেখা যায় ওয়েবসাইটে, কিন্তু বৈঠকে গিয়ে তাদের সম্পর্কে ভালো তথ্য সামনে আসে।’

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে সিডিবিএল প্রতি মাসের বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচাসহ লেনদেনের সব তথ্য পাঠাবে ইমেইলে। এজন্য বিনিয়োগকারীদের তাদের বিও হিসাবে মোবাইল ফোন নম্বর ও ইমেইল আপডেট রাখতে বলা বলেছেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম। উপস্থিত ছিলেন কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও সিডিবিএলের মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী।

শুধু হিসাবে থাকা শেয়ার কেনাবেচার তথ্য নয়, অনলাইন সুবিধার আওতায় আসছে বিও হিসাব খোলা। বিও হিসাবে লিংক অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগকারীর নাম পরিবর্তন, বিনিয়োগকারীর ব্যাংক হিসাব পরিবর্তন, বিনিয়োগকারীর ব্যাংকের নাম পরিবর্তন, মোবাইল ফোন নম্বর পরিবর্তন প্রভৃতি সেবা দেবে সিডিবিএল।