Print Date & Time : 4 September 2025 Thursday 7:34 am

বিনা টিকিটে ট্রেনযাত্রা, ৩২৮ জনকে জরিমানা

প্রতিনিধি, টাঙ্গাইল: বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ঢাকা থেকে উত্তর, দক্ষিণাঞ্চলসহ জামালপুরগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের জরিমানা করা হয়েছে। এ সময় ট্রেনের টিকিট না থাকায় ৩২৮ জনকে জরিমানা করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নূরে আলমের নেতৃত্বে একতা, রংপুর, সুন্দরবন, সিল্কসিটি ও জামালপুর এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৩২৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৬৫ হাজার ৫০০ ও জরিমানা করা হয় প্রায় ৩৪ হাজার টাকা। এ হিসাবে মোট ৯৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার (বুকিং) উপস্থিত ছিলেন।

পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে টিকিটের দামসহ ৩২৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। আদায়কৃত টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।’