বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং পেশা এদেশে জনপ্রিয় হচ্ছে। এখন অনেক নারী-পুরুষ এই পেশায় জড়িত। এদেশের ভয়াবহ বেকার সমস্যা দূর করতে হলে আমাদের অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের মতো বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষিত হয়ে বের হচ্ছেন। কিন্তু এটার অনুপাতে কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হচ্ছে না। এর ফলে প্রতিবছরই বেকারের সংখ্যা বাড়ছে। আমরা চাই অবশ্যই এ বেকার জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে এবং সেই সঙ্গে তাদের উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার মতো যোগ্য করে গড়ে তুলতে। চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে এসে আমাদের এখন পিছিয়ে থাকার কোনো সুযোগই নেই বরং সব ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ফ্রিল্যান্সিং পেশাটিকে জনপ্রিয় করতে এদেশের অন্যতম স্বনামখ্যাত ও বড় প্রতিষ্ঠান ইশিখন ডটকম প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি এই প্রতিষ্ঠান সারা দেশ থেকে ২০০ জনকে বিনা খরচে পাঁচ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। এ উদ্যোগটি অবশ্যই এদেশের ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই বিরাট সংখ্যক মানুষদের বিনা খরচে ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগকে অবশ্যই সাধুবাদ দিতে হবে এবং এটা যেন সফল হয় সে ব্যাপারে সবাইকে উদ্যোগই হতে হবে। অন্যান্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানকেও এরকম কার্যক্রম গ্রহণ করতে হবে। যদি এরকম উদ্যোগ সফল হয় তাহলে আমাদের দেশের বেকার সমস্যা লাঘব হবে এবং অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে।

আরিফুর রহমান সুমন

সাভার, ঢাকা