পুঁজিবাজারে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি হিসাবে পরিচিত ‘এ’ ক্যাটাগিরর শেয়ার। দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর ‘এ’ ক্যাটাগরির শেয়ারে ঝোঁক বেড়েছে বিনিয়োগকারীদৈর। সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছৈ ‘এ’ ক্যাটাগরির শেয়ার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
এ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার কোম্পানি, প্রিমিয়ার সিমেন্ট, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও এনআরবি ব্যাংক পিএলসি।
শাহজিবাজার পাওয়ার
সপ্তাহের ব্যবধানে শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর বেড়েছে ১৩.৯৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৮ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
প্রিমিয়ার সিমেন্ট
সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর বেড়েছে ৮.৭০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৫ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৬০ টাকা দাঁড়িয়েছে।
সিমেন্ট খাতের কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২১.৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
গ্লোবাল ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৭.৭২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৭ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ২৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
বীমা খাতের কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৫৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৯ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৩১ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
বীমা খাতের কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইস্টার্ণ লুব্রিকেন্টস
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৮৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ হাজার ৩৪৪ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ২ হাজার ৫০৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এনআরবি ব্যাংক
সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৬.৩৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ১৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল