নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮১ পয়সা এবং ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৮ পয়সা। আর এই হিসাববছরে মুনাফা হয়েছে ২১৪ কোটি ৮৯ লাখ টাকা।
সাউথইস্ট ব্যাংকের মোট ১১৮ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫২২টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩০ দশমিক ১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৩৭ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে এক দশমিক শূন্য সাত শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩১ দশমিক শূন্য ছয় শতাংশ শেয়ার।
ব্যাংক খাতের এ কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৮৯ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে এক হাজার ৭৮১ কোটি ৪৪ লাখ টাকা।