Print Date & Time : 7 July 2025 Monday 5:15 am

বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন: না’গঞ্জে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই

নারায়ণগঞ্জের আড়াইহাজারের অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলোর্নের কারখানা স্থাপনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) এ সমঝোতা স্মারক সই হয়।

নিলোর্নের বাংলাদেশ ইউনিট ‘নিলোর্ন বাংলাদেশ লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সমঝোতা স্মারকে সই করেন।

প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।