বিনিয়োগে উৎসাহ দিতে স্টক ডিলারদের পুরস্কৃত করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুরস্কৃত করার অনুরোধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশ সীমিত। পুঁজিবাজারে বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারীদের আধিপত্য, যার আকার প্রায় ৮০ শতাংশ। এই বিনিয়োগকারীরা যথাযথ সচেতনতার অভাবে সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়ে প্রায়ই অনুমান ও গুজবের ওপর নির্ভর করেন। এ কারণে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতিতে পড়েন, যাতে ক্ষতিগ্রস্ত হয় পুরো পুঁজিবাজার।
এ ক্ষেত্রে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। ডিলার অ্যাকাউন্টের মাধ্যমে তাদের নিজস্ব পোর্টফোলিও থেকে আরও বেশি বিনিয়োগ করার জন্য অনুরোধ করতে হবে। এ ধরনের উদ্যোগ বাজারে তারল্য সরবরাহ বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক ভিত্তি উন্নত করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, বাজারে শীর্ষ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিছু প্রশংসা দেয়া যেতে পারে। এতে অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উৎসাহ দিতে শীর্ষ বিনিয়োগকারীদের পুরস্কার দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছে বিএসইসি।
পুঁজিবাজারে ২০২১ সালের ২ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত পোর্টফোলিও মান বিবেচনা করা হবে বলে চিঠিতে বলা হয়েছে।