বিপিএলে অধিনায়ক মাশরাফি

শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর চলছে। বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি জ্বলে উঠছেন দেশি ক্রিকেটাররাও। বিপিএলে আলো ছড়িয়ে গেছেন বিশ্বের নামি দামি অনেক খেলোয়াড়। তবে একটা জায়গায় মাশরাফি বিন মুর্তজা অনন্য। বিপিএলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন তিনি।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা ঘরে তুলেন মাশরাফি। এরপরের বছর আবারও আবারও একই দলের হয়ে চিটাগাং কিংসকে হারিয়ে শিরোপা জিতে মাশরাফি বাহিনী। পরবর্তীতে বিপিএলের তৃতীয় আসরে ঢাকা ছেড়ে কুমিল্লার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। ২০১৫ সালেও কুমিল্লার হয়ে খেলে বিপিএলে অধিনায়ক হিসেবে হ্যাট্রিক শিরোপা জয়ের গৌরব অর্জন করেন এ কিংবদন্তী ক্রিকেটার।

এবারও ব্যাটে-বলে সামনে থেকে রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। এ বছরও মাশরাফির হাতে সেরা অধিনায়কের শিরোপা উঠবে কিনা সেটা সময়ই বলে দেবে।