Print Date & Time : 30 August 2025 Saturday 4:48 am

বিবিসি ভবনে লাল রং ছিটিয়ে প্রতিবাদ

শেয়ার বিজ ডেস্ক: ইসরাইলে হামলা চালানো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘টেরোরিস্ট’ অভিহিত না করার বিষয়ে বিবিসির কঠোর সম্পাদকীয় নীতির প্রতিবাদ জানিয়ে সংবাদমাধ্যমটির হেডকোয়ার্টার্সে ‘রক্তলাল রং’ ছিটিয়েছেন এক বিক্ষোভকারী। খবর: ডেইলি মেইল।

ফিলিস্তিনিদের সমর্থনে গতকাল শনিবার লন্ডনে একটি বিক্ষোভ মিছিলের কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।

ইসরাইলে বেসামরিক নাগরিককে হত্যার পর বিবিসি হামাস যোদ্ধাদের ‘মিলিট্যান্ট’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন করায় ব্রিটেনে অনেকের তোপের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। প্রভাবশালী অনেকে বিবিসির সম্পাদকীয় নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিতর্কের মাঝেই প্রতিষ্ঠানটির লন্ডন হেডকোয়ার্টার্সের মূল দরজায় লাল রং ছিটিয়ে দেয়ার ঘটনা ঘটল। এ ঘটনার পর মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের ভবনের বাইরে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিলটি বিবিসি ভবনের খুব কাছাকাছি পোর্টল্যান্ড প্লেসে দুপুর ১২টায় শুরু হয়ে বিকাল ৩টায় হোয়াইটহলে শেষ হয়।

ধারণা করা হচ্ছে ‘প্যালেস্টাইন সলিরিডারিটি ক্যাম্পেইন’ নামের এই মিছিলে অন্তত ৫০ হাজার ফিলিস্তিনি অংশ নেন।

বিবিসির সাংবাদিক ভিক্টোরিয়া ডার্বিশায়ার ল্যাংহাম প্রতিষ্ঠানটির মূল দরজার ক্ষতিগ্রস্ত দেয়ালের ছবি প্রকাশ করলেও তাতে সন্দেহভাজনের উদ্দেশ্য স্পষ্ট নয়। এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত ওই ছবির নিচে তিনি ক্যাপশনে লেখেন, এইমাত্র কাজে এসেছি। এটি আজ সকালে বিবিসির সামনের প্রবেশদ্বার।

মেট্রোপলিটন (সংক্ষেপে মেট) পুলিশের পক্ষ থেকে বলা হয়, আমরা পোর্টল্যান্ড প্লেস, ডাব্লিইউ-ওয়ান-এ-এর একটি বিল্ডিংয়ে (বিবিসি ভবন) অপরাধমূলক ক্ষতির বিষয়ে অবগত। তবে অপরাধটি এমন কোনো ইঙ্গিত দেয়নি যে এটি বিক্ষোভ করতে যাওয়া কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে ইহুদিবিদ্বেষের ঘটনায় সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধির ফলে ব্রিটেনের ইহুদিদের ‘আশ্বাস ও নিরাপত্তা টহলের’ জন্য এক হাজার অফিসার মোতায়েন করা হয়েছে।

বিবিসি হেডকোয়ার্টার্সে লাল রং ছিটানোর ঘটনার পর মেট তাদের এক্স প্ল্যাটফর্মে বলে, ফিলিস্তিনিদের জন্য পরিকল্পিত মিছিলের আগে ওই এলাকায় দুপুর থেকে সেকশন টুয়েলভ জারি করা হয়েছে।  প্যালেস্টাইন সলিরিডারিটি ক্যাম্পেইনে অংশ নেয়া বা এর সঙ্গে জড়িত কেউ যদি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হন বা অপরাধমূলক কার্যক্রমের পরিকল্পনা করেন বা অপরাধমূলক ক্ষতি করেন, তাহলে তাদের গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ সেপ্টেম্বর ইসরাইলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায়।