Print Date & Time : 20 July 2025 Sunday 12:42 pm

বিবৃতি কাঁচা ও বিশ্বাসযোগ্য নয়: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ স্বাক্ষরিত বিবৃতি হাতে লেখা ও কাঁচা বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়। এর পরও কোনো সমস্যা থাকলে আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব।’
গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই বলে দাবি করে জিএম কাদের আরও বলেন, দল ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, সেভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।
এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, এখনও পল্লিবন্ধুর নির্দেশনামতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি। জাতীয় পার্টির নেতারা গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারা যে নামেই সম্বোধন করবেন, তাতে কোনো সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা।
জিএম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রদূত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোকবার্তা পাঠিয়েছেন।
নরেন্দ্র মোদির শোকবার্তার উদ্ধৃতি দিয়ে জিএম কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করা হবে। বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, ভুটান, পাকিস্তান, চায়না এবং চায়নার কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন দেশ ও সংস্থা পল্লিবন্ধুর মৃত্যুতে শোক জানিয়েছে।
এর আগে বনানীর অফিসে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ত্রাণ ব্যবস্থাপনা পরিদর্শন করেন জিএম কাদের। এ সময় অফিসে উপস্থিত ছিলেন পার্টির উপদেষ্টা আশরাফ উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান দেওয়ান আলী, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, যুগ্ম দফতর সম্পাদক এমএম রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা ফারুক শেঠ প্রমুখ। আজ দুপুরে জামালপুরের ইসলামপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি।