‘দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’-এই প্রতিপাদ্যে গতকাল সোমবার বিভিন্ন জেলা-উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহীর আদালত চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ গোলক চন্দ বিশ্বাস। পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে র?্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণের পর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে শেষ হয়। র্যালি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে মহানগর দায়রা জজ আল আসাদ মো. আসিফুজ্জামান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক, ডেপুটি পুলিশ কমিশনার মো. গোলাম রাব্বানী শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা প্রমুখ বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, উপকারভোগী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ: ‘জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫’ উদ্যাপন উপলক্ষে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে কোর্ট প্রাঙ্গণে পাঁচটি লিগ্যাল এইড কর্নারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন। পরে র্যালি বের হয়ে কোর্ট চত্বর প্রাঙ্গণ পরিদর্শন শেষে কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। এতে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
পঞ্চগড়: পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিন উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা আইগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হক। পরে আদালত চত্বর থেকে জেলা আইনগত সহায়তা কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়। এতে সিনিয়র জেলা ও দায়রা জজ সহ-বিচারক, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), গর্ভমেন্ট প্লিজার (জিপি), আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। পরে জেলা আইনজীবী সমিতি চত্ত্বরে আলোচনা সভা হয়।
শেরপুর: শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। এসময় অন্যদের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবি, প্রেস ক্লাবের সভাপতি কাঁকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা জজ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
যশোর: যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জজকোর্ট প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। বেলুন ও কবুতর উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, যশোর আদালতের কৌঁসুলি অ্যাডভোকেট মোহাইমিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। তারপর শিল্পকলা একাডেমিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে অতিথিরা বক্তব্য রাখেন।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন। পরে র্যালি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের একই স্থানে গিয়ে শেষ হয়। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী আশিকুর রহমান রিজভী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা লুৎফর রহমান।