Print Date & Time : 6 September 2025 Saturday 12:12 am

বিমানবন্দরে দেড় কোটি টাকার সৌদি রিয়ালসহ দুই যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল পাচারের অভিযোগে দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল (৩৬) ও কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)। গতকাল সকালে একটি ফ্লাইটে ওঠার আগে বহির্গমন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। লাগেজগুলো বুকিং দিয়ে তারা ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। লাগেজ তল্লাশি করে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তাদের বাহরাইন হয়ে তাদের দুবাই যাওয়ার কথা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুবাইয়ে পাচারের উদ্দেশ্য তারা অবৈধভাবে এসব মুদ্রা নিয়েছিল, যা সোনা চোরাচালানের উদ্দেশ্য ব্যবহার করা হতো।