Print Date & Time : 8 September 2025 Monday 2:47 pm

বিমানবন্দর এলাকায় লরি চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর এলাকায় লরির চাপায় মাহাথি হাসান লিমন (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে বিমানবন্দর সড়কের পদ্মা অয়েল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

লিমন গ্রিন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে তার পরিবারের সাথে উত্তরার কামারপাড়া এলাকায় থাকতেন।

মাহাদির মামা ইমাম হোসেন জানান, গতকাল রাতে ধানমন্ডিতে জিগাতলা এলাকায় এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাসায় ফেরার পথে ওই এলাকায় একটি লরি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে লিমন মোটরসাইকেল থেকে পরে গেলে লরিটি তার মাথা ও বুকের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আসাদ শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেল পার হয়ে পদ্মা গেটের সামনে একটি লরি লিমনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে যায়। তবে লরিটি আটক করে আমরা থানায় নিয়ে এসেছি। চালককে আটকের চেষ্টা চলছে।