Print Date & Time : 6 July 2025 Sunday 6:58 pm

বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নাসির উদ্দিন (২৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাসির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক মোহাম্মদ খবিরউদ্দিন বলেন, ‘রাতে পৌনে ১টার দিকে আমি অটোরিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে বসে ছিলাম। তখন একটি দ্রুত গতির মোটরসাইকেল উল্টো পথে এসে ওই বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। তখন ওই লোকটি সড়কের ওপর ছিটকে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মৃত ব্যক্তির পকেট থেকে এনআইডি কার্ড পাওয়া যায়। সেখান থেকে নাম পরিচয় জানা গেছে। তার বাসা ২৫/এ পূর্ব কল্যাণপুরে। মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি ক্যান্টনমেন্ট থানাকে অবগত করা হয়েছে।’