Print Date & Time : 5 July 2025 Saturday 5:26 am

বিমার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিএসইসির সেমিনার

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে ‘কমপ্লায়েন্স অব সিকিউরিটিজ মার্কেটস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এ সেমিনার গতকাল বুধবার বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মো. আবুল কালাম। এতে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় ৫০টির বেশি বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সিইও, পরিচালক, কোম্পানি সচিব ও সিএফওসহ শীর্ষ কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি (জুম লিংকের মাধ্যমে) অংশগ্রহণ করেন।

সেমিনারে তালিকাভুক্ত বিমা কোম্পানিগুলোর কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, বর্তমান চ্যালেঞ্জ, নিয়মনীতি, আন্তর্জাতিক মানদণণ্ড বিশেষ করে আইওএসসিওর (ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস) নীতিমালার আলোকে সঠিক ও সময়োপযোগী তথ্য প্রকাশের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা জানান, সময়মতো নির্ভরযোগ্য ডিসক্লোজার বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে এবং এর মাধ্যমে কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়। এ ছাড়া অংশগ্রহণকারীরা কমপ্লায়েন্স প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা ও অভিজ্ঞতা তুলে ধরেন।

বিএসইসি জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫৯টি কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এ বছরই ছয়টি কমপ্লায়েন্স সেমিনার আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য-রেগুলেটরি কমপ্লায়েন্স, প্রাতিষ্ঠানিক সুশাসন ও পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা।

সেমিনারের মাধ্যমে কোম্পানির সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।