Print Date & Time : 11 September 2025 Thursday 4:09 am

বিমা দাবির আরও ১৫ কোটি টাকা পেয়েছে সায়হাম কটন

নিজস্ব প্রতিবেদক : বিমা দাবির একাংশ হিসেবে আরও ১৫ কোটি টাকা পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ১৫ অক্টোবর হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সায়হাম কটন মিলে আগুন লাগে। এতে সুতা উৎপাদনের জন্য গুদামে মজুত রাখা সব কাঁচা তুলা পুড়ে যায়। ফলে গুদামের অবকাঠামোও নষ্ট হয়ে যায়। আর ওই অগ্নিকাণ্ডে কোম্পানির ৫৯ কোটি তিন লাখ ৭০ হাজার ২২১ টাকা লোকসান হয়। তবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে কোম্পানিটির বিমা করা ছিল। ক্ষতির বিপরীতে বিমা দাবি হিসেবে গ্রীন ডেল্টা কোম্পানিটিকে ৪২ কোটি দুই লাখ ৬৪ হাজার ১১৪ টাকা পরিশোধ করবে। এরই একটি অংশ হিসেবে দ্বিতীয় মেয়াদে ১৫ কোটি টাকার চেক দিয়েছে, যা গ্রহণ করার বিষয়টি সায়হাম কটনের পর্ষদ সভায় অনুমোদিত হয়েছে। এর আগে প্রথম মেয়াদে বিমা দাবির অংশ হিসেবে ১৫ কোটি টাকার চেক গ্রহণ করেছিল সায়হাম কটন। অর্থাৎ, এখন পর্যন্ত মোট ৩০ কোটি টাকা পেল সায়হাম কটন। বিমা দাবির এ অর্থ ঋণ পরিশোধ ও কাঁচা তুলার গুদামঘর পুনর্নির্মাণের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।