Print Date & Time : 30 August 2025 Saturday 6:42 am

বিরামপুরে এক কৃষকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের বিরামপুরে আশরাফুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ সোমবার(১২ ডিসেম্বর) সকালে বিরামপুর-ঘোড়াঘাটের রেলঘুমটি এলাকায় ফাঁকা জমি থেকে তার মাথা থেতলানো এবং শরীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। আশরাফুল ইসলাম বিরামপুরের বেগমপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। পেশায় সে কৃষক।

নিহত কৃষকের স্ত্রী হালিমা বেগম জানান, ধর্মীয় ওয়াজ শুনতে গতকাল রবিবার তিনি হামিকমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিলে গিয়ে রাতে মেয়ের বাড়ীতে ছিলেন। আজ সকালে প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে স্বামীর মরদেহ দেখতে পান।

বিরামপুর থানার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর-ঘোড়াঘাট উপজেলার রেলঘুমটি থেকে প্রায় ৩ শত গজ দুরে ধান কেটে নেওয়ার ফাঁকা জমিতে আশরাফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইমসিন তলব করা হয়েছে। লাশ উদ্ধার করে দিনাজপুর এম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তর জন্য প্রেরণ করা হয়েছে।