Print Date & Time : 29 August 2025 Friday 1:02 am

বিরোধী দল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও : দুদু

নিজস্ব প্রতিবেদক : সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিরোধী দল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও। এই সরকার যা করছে, এর পরিণতি ভালো হবে না।’

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সামনের নির্বাচন হবে। যারা এই আইন বাতিল করেছে, তাদেরও বিচার হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেছেন, শুধু আওয়ামী লীগের শাসনামলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। অথচ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন কত বড় জালিয়াতি, সেটা সবাই জানে।’

বিএনপির এই নেতা বলেন, ‘তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রের কথা বলেন; অথচ মোমবাতি প্রজ্বালনের মতো কর্মসূচিও তারা সহ্য করতে পারে না। তারা মোমবাতিও নিভিয়ে দিতে চায়।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আমাদের একটাই দাবি সংসদ ভেঙে দিন। সরকার ভেঙে দিন। না-হলে আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে। স্বাধীনতা অর্জনের জন্য যেমন আমরা এক সাগর রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দেব।’