শেয়ার বিজ ডেস্ক : মাইক্রোসফটসের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তার দাতব্য সংস্থায় আরও ২০ বিলিয়ন ডলার দান করেছেন। ফাউন্ডেশনের বার্ষিক কার্যক্রম বাড়াতে তিনি এ দান করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বের অন্যতম বড় এই দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলেন্ডা গেটস।
বিল গেটস তার ব্যক্তিগত বøগে লেখেন, নতুন এই অর্থের ফলে ২০২৬ সালের মধ্যে তাদের ফাউন্ডেশনের বার্ষিক সহযোগিতার পরিমাণ ৫০ শতাংশ বেড়ে ৯ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
বিল গেটস করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ‘এ সময়ের বড় বড় সংকটকে সামাল দিতে আমাদের সবাইকে আরও কিছু করতে হবে’।
বিল গেটস আরও বলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মতো জটিল সমস্যাগুলো স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গ সমতা ও দারিদ্র্যতা বিমোচন খাতে ফাউন্ডেশনের আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা বাড়িয়েছে।
এই দানের মধ্য দিয়ে সংস্থাটির দান-সংশ্লিষ্ট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ বিলিয়ন ডলার। এর মধ্যে গত মাসে ওয়ারেন বাফেটের কাছ থেকে পাওয়া ৩ দশমিক ১ বিলিয়ন ডলারের অনুদানও রয়েছে।

Print Date & Time : 31 August 2025 Sunday 6:42 am
বিল গেটস তার ফাউন্ডেশনে আরও ২০ বিলিয়ন ডলার দান করলেন
আন্তর্জাতিক,দিনের খবর ♦ প্রকাশ: