বিশুদ্ধ পানি পানে ডায়রিয়া মোকাবিলা সম্ভব: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: দেশে ডায়রিয়ার রোগী বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা সংবাদ পাচ্ছি গ্রীষ্ম আসার আগেই পুরো দেশে ডায়রিয়া রোগী বেড়েছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে রোগী বেড়েছে বেশি। বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চললে ডায়রিয়া মোকাবিলা সম্ভব। রোগের প্রাথমিক অবস্থাতেই চিকিৎসা শুরু করা উচিত।’

তিনি আরও বলেন, ডায়রিয়াজনিত রোগ বিলুপ্ত হয়ে যায়নি। আমরা একে মোকাবিলা করতে চাই।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘সরকারি হাসপাতালগুলোয় পর্যাপ্ত খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য লজিস্টিকের সরবরাহ রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা সচেতন রয়েছি।’

মহাখালীর আইসিডিডিআর,বিতে গত ১৬ মার্চ রোগী ভর্তি হন এক হাজার ৫৭ জন, ১৭ মার্চ এক হাজার ১৪১ জন, ১৮ মার্চ এক হাজার ১৭৪ জন, ১৯ মার্চ এক হাজার ১৩৫ জন, ২০ মার্চ এক হাজার ১৫৭ জন, ২১ মার্চ এক হাজার ২১৬ জন, ২২ মার্চ এক হাজার ২৭২ জন, ২৩ মার্চ এক হাজার ২৩৩ জন আর ২৪ মার্চ এক হাজার ১৭৪ জন।