Print Date & Time : 11 September 2025 Thursday 2:45 am

বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রশ্রয় দেয়া হবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশ্রয় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল ইংরেজি নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুসারে ব্যবস্থা নেবে। এটা পরিষ্কার কথা। কারণ এখন জনগণ উন্নয়ন চায়। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশ্রয় দেয়া হবে না।

আইনমন্ত্রী বলেন, আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাজেই এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আইন ও সালিশকেন্দ্রসহ বিভিন্ন সংগঠন মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে বেশি। যেসব ক্ষেত্রে জনগণ বিচার পায়নি, সেসব ক্ষেত্রে বিচারের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা করেছি। যারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলছে, তারা কিন্তু অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে কোনো কথা বলেন না। কাজেই তাদের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা আপনারা নির্ধারণ করবেন।