Print Date & Time : 16 August 2025 Saturday 2:29 am

বিশেষভাবে সক্ষম তিনজনকে নিয়োগ দিল দারাজ

মূলধারার সমাজে অন্তর্ভুক্তিতে উৎসাহ দানে বিশেষভাবে সক্ষম তিন ব্যক্তিকে চাকরিতে নিয়োগ দিয়েছে দারাজ বাংলাদেশ। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সাধারণত সমাজের মূলধারার মানুষের থেকে দূরে রাখা হয়। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য কাজ করার সুযোগ পায় না। এমন মানুষদের কাজের সুযোগ তৈরি করতে কিছু সংগঠন বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এমনই একটি সংগঠন ‘অদম্য ফাউন্ডেশ’-এর সঙ্গে দারাজ বাংলাদেশ যৌথ অংশীদারিত্ব করেছে, যারা ২০১৩ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষদের অনুপ্রেরণা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মূলধারার সমাজে অন্তর্ভুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই আওতায় দারাজ ৩ জন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে, যারা তাদের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কাজ করার সামর্থ্য রাখেন। বিজ্ঞপ্তি