ক্রীড়া ডেস্ক: এবাবের বিশ্বকাপ হট ফেভারিটের তকমা মেখেছে চারটি দল। তাদের মধ্যে অন্যতম ইংল্যান্ড। মাঠের ক্রিকেটেও এখন পর্যন্ত ইয়ান মরগানরা তার প্রমাণ দিয়ে চলেছেন। এসব দেখেই গ্রায়েম সোয়ান দ্বাদশ বিশ্বকাপের ট্রফি ইংলিশদের হাতে দেখার বাজি ধরেছেন। আফগানিস্তানের বিপক্ষে গত পরশু ৩৯৭ রান তুলে ইংল্যান্ড দেখিয়েছে, তারা চলতি বিশ্বকাপ জিততে কতটা ক্ষুধার্ত। আর তাই দেশটির সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান এবারের বিশ্বকাপ নিজ দেশেই থাকবে বলে বিশ্বাস করেন। চলতি বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের হাতে শুধু সোয়ানই নন, দেখছেন অনেকেই। তাদের মতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগের পারফরম্যান্সে কোথাও পিছিয়ে নেই র্যাংকিংয়ের নাম্বার ওয়ান দলটি।
ভারতকেও বিশ্বকাপের অন্যতম দাবিদার বলছেন সোয়ান। তবে বিরাট কোহলির দলকে তিনি রেখেছেন এ তালিকায় দুইয়ে। কিন্তু সাবেক এ ইংলিশ স্পিনার অস্ট্রেলিয়াকে গোনায়ই ধরেননি, ‘পাকিস্তানের বিপক্ষে দাপটে পারফরম্যান্স দেখিয়েছে ভারত। বাজি ধরার জন্য দরকারি সবকিছুই আছে তাদের। কিন্তু আমি এখনও স্বপ্ন দেখে যাচ্ছি, ইংল্যান্ড সব বাধা উতরে ট্রফি জিতে নেবে।’ মাঠের ক্রিকেটে তো অস্ট্রেলিয়াও বেশ দাপট দেখাচ্ছে। তারপরও কেন সোয়ান দলটিকে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেখছেন না? এ ব্যাপারে সাবেক ইংলিশ স্পিনার বলেন, ‘অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে খানিকটা ভাগ্যের ছোঁয়া লেগেছে। তাদের ব্যাটসম্যানরা পুরোনো স্টাইলে খেলে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে কোনোমতে তারা নিজেদের মান বাঁচিয়েছে মিচেল স্টার্কের কল্যাণে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিততে পারবে না। ইংল্যান্ড ও ভারতের সঙ্গে একই গ্রুপে তাদের আমি রাখব না।’ গত চার বছর ধরে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে শুরুটা হয়েছে তাদের দুর্দান্ত। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয়ে পয়েন্টতালিকায় শীর্ষে।
