Print Date & Time : 6 September 2025 Saturday 1:27 am

বিশ্ববাজারে তেল-গমের দাম বেড়েছে ৮৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর মাত্র দু’সপ্তাহের মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি, ভোজ্যতেল ও গমের দাম বেড়েছে ৮৮ শতাংশ পর্যন্ত। আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তা ছাড়িয়ে যেতে পারে পূর্বের সকল রেকর্ড। আর বাংলাদেশ পণ্যগুলোর ৯৮ শতাংশ পর্যন্ত আমদানি করায় এরইমধ্যে পণ্যগুলোতে মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পরদিনই যে তেল কেনা গেছে প্রতি ব্যারেল ৯৩ ডলারে, সেটিই ছাড়িয়েছে ১৩০ এর ঘর। অর্থাৎ দর বৃদ্ধি পেয়েছে ৪০ শতাংশ। আর যুদ্ধের পর সয়াবিনের দরও বাড়ছে হু হু করে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেড় হাজার ডলার প্রতি টনের সয়াবিন উঠে গেছে পৌনে দুই হাজারে। পাম ও সয়াবিন মিলিয়ে ৯০ শতাংশের আমদানি নির্ভরতা পোড়াচ্ছে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে।

প্রায় একই অবস্থা এলএনজির বেলাতেও। খোলা বাজার থেকে ২৮ ডলারে প্রতি ইউনিট কেনার চুক্তি করা হয় সবশেষ। কিন্তু দুই সপ্তাহে ৮৮ শতাংশ দাম বেড়ে সেটি এখন প্রায় ৫২ ডলার।

এদিকে যুদ্ধকে কেন্দ্র করে গমের দর বেড়েছে ৫০ শতাংশের কাছাকাছি। অর্থাৎ ৩০৯ ডলারের গম বিক্রি হচ্ছে সাড়ে চারশ’র ওপরে।