শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ দর নির্ধারণ নিয়ে জি-৭ গ্রুপ ও তার মিত্রদের মধ্যে একটি সমঝোতার পর গতকাল সোমবার বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর: রয়টার্স।
এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দিনের শুরুতে আগের দিনের চেয়ে ১ শতাংশ বেড়ে ৮৬ ডলারের বেশি হয়েছে। গতকাল সকালের দিকে বিশ্বের অন্যান্য অঞ্চলে ৮৬ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে ৮০ দশমিক ৬৮ ডলার হয়েছে।
এর আগে তেল রপ্তানির মাধ্যমে রাশিয়ার রাজস্ব আয়ের লাগাম টেনে ধরার লক্ষ্যে দেশটির তেলের সর্বোচ্চ দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত অনুমোদন করে জি-৭, যা সোমবার থেকে কার্যকর হতে পারে বলে জানানো হয়।
বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর জোট জি-৭ ও মিত্রদের পরিকল্পনা, ব্যারেলপ্রতি (এক ব্যারেল=১৫৯ লিটার) ৬০ ডলারের বেশি দামে রাশিয়ার তেল কিনবে না তারা। এক যৌথ বিবৃতিতে জি-৭ ও অস্ট্রেলিয়া জানিয়েছিল, আগামী ৫ ডিসেম্বর অথবা এর পরপর এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলারের সীমা বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ ও অস্ট্রেলিয়ার সম্মত সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে মস্কো।
তবে এ সিদ্ধান্ত যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, এই মূল্যসীমা গুরুতর নয়, কারণ এটি রাশিয়ার অর্থনীতিকে যথেষ্ট ক্ষতি করবে না।
বিশ্লেষকদের ধারণা, ওপেক প্লাস (পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট) তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা একই রকম রাখছে। তাছাড়া রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। পাশাপাশি চীনে কভিড বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এ কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে।