Print Date & Time : 7 July 2025 Monday 12:58 am

বিশ্ববাজারে স্বর্ণের দাম  এক মাসে সর্বোচ্চ

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামাকেয়ার স্বাস্থ্যসূচি বাতিলে ব্যর্থ হয়ে কর সংস্কার ও অবকাঠামো খাতে ব্যয়ের নতুন নীতি চালুর ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দরে নেতিবাচক প্রভাব পড়েছে। সোমবার মূল্যবান এ ধাতুটির দাম এক দশমিক এক  শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছায়। খবর রয়টার্স।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স বিভাগে সোমবার আউন্সে আট ডলার ৬০ সেন্ট দাম বেড়েছে স্বর্ণের। এপ্রিলে সরবরাহ চুক্তিতে এদিন প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয় এক হাজার ২৫৭ দশমিক ১০ ডলারে। এছাড়া লন্ডনের স্পট গোল্ডের দাম এক দশমিক এক শতাংশ বেড়ে এক হাজার ২৫৭ দশমিক শূন্য আট ডলারে বিক্রি হয়, যা গত ২৮ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

স্বর্ণের টানা দরপতনের পেছনে ভূমিকা রয়েছে শক্তিশালী ডলারের। ডলারের মান যখন দুর্বল হয়ে ওঠে, তখন স্বর্ণসহ নির্ধারিত বিভিন্ন ধাতু ও পণ্যের দাম বাড়তে শুরু করে। এবার ঠিক তাই ঘটলো। সোমবার পুঁজিবাজার ও অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম কমে যায়। আর তার প্রভাব পড়েছে এসব ধাতুর দামে।

এর আগে শক্তিশালী ডলার ও যুক্তরাষ্ট্রে সুদহার বাড়ানোর কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ধারায় ছিল। চলতি বছরের শুরুর দিকে ধাতুটির দাম কমে আউন্সপ্রতি এক হাজার ১৯৪ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়।