Print Date & Time : 4 September 2025 Thursday 3:18 pm

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হুভারের সাথে সিমকো গ্রুপের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বিখ্যাত হুভার, ডাস্টার লিমিটেড বাংলাদেশ এর একট ব্র্যান্ড। সম্প্রতি হুভার বাংলাদেশ এর সাথে ব্যবসায়িক চুক্তি করেছে সিমকো গ্রুপ।

সিমকো গ্রুপ এবং হুভার এর এই চুক্তির মাধ্যমে এখন থেকে চট্টগ্রামে হুভার এর সকল ধরণের পণ্য সামগ্রী পাওয়া যাবে সিমকো গ্রুপের প্রতিষ্ঠান সিমকো মার্টে।

১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে সিমকো গ্রুপের অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমকো গ্রুপ এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোলায়মান খান মাসুম, ডাস্টার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুল ইসলাম, হুভার বাংলাদেশ এর বিজনেস উপদেষ্টা আসগর মিরন, হুভার বাংলাদেশ এর সেলস অফিসার মোহাম্মদ নূর এহসান পুলক এবং সিমকো মার্ট এর শোরুম ম্যানেজার মোহাম্মদ জোনায়েদ হাসান।

হুভার প্রায় ১০০ বছর ধরে বিশ্বব্যাপী তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ১৯০৭ সালে হুভার এর যাত্রা শুরু হয়। হুভার বিশ্বব্যাপী বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ। বর্তমানে ফ্লোর-কেয়ার ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে হুভার সবার প্রথমে অবস্থান করছে। হুভার এর কার ওয়াশার, ফ্লোর ক্লিনার এবং ভ্যাকিউম ক্লিনার বিশ্বব্যাপী গ্রাহকের চাহিদা আস্থার সাথে পূরণ করে আসছে। সিমকো গ্রুপের সাথে চুক্তির ফলে এখন থেকে চট্টগ্রামের গ্রাহক এবং সাধারণ ক্রেতাগণ অতি সহজেই সিমকো মার্ট থেকে হুভার এর সকল ধরণের পণ্য সংগ্রহ করতে পারবেন।