Print Date & Time : 5 August 2025 Tuesday 10:18 pm

বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীকে স্মার্টফোন-ইন্টারনেট নিশ্চিতের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীকে স্মার্টফোন ও ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির আওতায় শিক্ষার্থীকে স্মার্টফোন বা ডিভাইসের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

গতকাল ইউজিসির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মে উচ্চশিক্ষায় ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি-সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়নবিষয়ক উপ-কমিটির এক সভায় এ কথা জানান চেয়ারম্যান।

ইউজিসির চেয়ারম্যান জানান, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট কানেক্টিভিটি শতভাগ নিশ্চিত করা ও ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ডেটা সেন্টারের সুযোগ দেয়া ও ২০৩১ সালের মধ্যে চাহিদার ভিত্তিতে শতভাগ শিক্ষার্থীকে ল্যাপটপ বা ডিজিটাল ডিভাইসের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, অধ্যাপক ড. মো. আবু তাহেরসহ অনেকে উপস্থিত ছিলেন।