Print Date & Time : 18 September 2025 Thursday 11:11 am

বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

প্রতিনিধি, জয়পুরহাট: ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের মেয়ে নওশিন আক্তার সাবা হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে নারী মুক্তি সংসদের সদস্য ছাড়াও নিহত নওশিন আক্তার সাবা’র স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি সেলিমা দিল আফরোজ, সাধারণ সম্পাদক ফরিদা চৌধুরী, সাবা’র বাবা অধ্যাপক মাহমুদুল হাসান ও বোন উম্মে খাতুন প্রমুখ।