Print Date & Time : 21 July 2025 Monday 6:47 pm

বিশ্বসংগীত দিবসে শিল্পকলার আয়োজন

শোবিজ ডেস্ক: ২১ জুন বিশ্বসংগীত দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে বর্ণাঢ্য কর্মসূচি। দিবসটি উপলক্ষে ২১ জুন সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধনী এবং জাতীয় নাট্যশালার লবিতে শিল্পী তিমির নন্দীর পিয়ানো বাদন ও শিল্পীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনাপর্বে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচক থাকবেন বিশিষ্ট শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, মমতাজ, এন্ড্রু কিশোর, গাজী আবদুল হাকিম, আইয়ুব বাচ্চু, রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ।