Print Date & Time : 19 August 2025 Tuesday 8:37 am

বিশ্বের শীর্ষ ব্র্যান্ড অ্যাপল

 

 

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরামর্শক কোম্পানি ইন্টারব্র্যান্ড ২০১৬ সালে বিশ্বের শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে। এতে প্রথম স্থানে রয়েছে অ্যাপল ইনকরপোরেশন। ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমারেখা অতিক্রম করে যেসব প্রতিষ্ঠান সফলতার সঙ্গে ব্যবসা করছে, সেসব কোম্পানির মধ্যে জরিপ চালিয়ে শীর্ষ বিশ্ব ব্র্যান্ডের তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এক নজরে দেখে নেওয়া যাক শীর্ষ ১০ ব্র্যান্ড।

শীর্ষ ব্র্যান্ডের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের আরেক কোম্পানি গুগল। তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানি কোকা-কোলা, চতুর্থ অবস্থানে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট করপোরেশন ও পঞ্চম অবস্থানে রয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এছাড়া ষষ্ঠ অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি আইবিএম, সপ্তম অবস্থানে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কনগ্লোমারেট কোম্পানি স্যামসাং, অষ্টম অবস্থানে যুক্তরাষ্ট্রের ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিং কোম্পানি অ্যামাজন ডট কম ইনকরপোরেশন, নবম অবস্থানে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিস বেনজ ও দশম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক।