Print Date & Time : 6 July 2025 Sunday 4:09 am

বিশ্বের ১২৩ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা আজ সপ্তম

শেয়ার বিজ ডেস্ক : বৃষ্টিপাত কমে আসায় আবারও বাড়ছে রাজধানীর বায়ুদূষণ। বিশ্বের ১২৩ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ সাত নম্বরে উঠে এসেছে রাজধানী। আজ মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। অাজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার শীর্ষে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ১৭৪, এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৩ শহরের মধ্যে তালিকায় শীর্ষ ২ নম্বরে আছে ইরাকের বাগদাদ। ১৫৭ স্কোর নিয়ে শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। অন্যদিকে তালিকার শীর্ষ ৩ নম্বরে ১৫৩ স্কোর নিয়ে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

এছাড়া ১৫৩ স্কোর নিয়ে শীর্ষ ৭ নম্বরে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।