বিশ্বে বায়ু দূষণের তালিকায় ১৫ তম ঢাকা, শীর্ষে দিল্লি

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বে বায়ু দূষণ কবলিত বিভিন্ন দেশের ৯৩ টি শহরের মধ্যে ১৫ তম অবস্থানে এসেছে ঢাকা। আর শীর্ষে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লি।

সম্প্রতি বিভিন্ন শহরের বাতাসের গুণাগুণ পরিমাপের আন্তর্জাতিক স্বীকৃত সূচক এয়ার কোয়ালিটি (একিউ) ইনডেক্সের ১৭ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটের তালিকায় এ তথ্য জানা গেছে।

একিউ সূচকে ২২০ পয়েন্ট থাকায় শীর্ষ হয় দিল্লি। আর ১৯১ পয়েন্ট পেয়ে বায়ু দূষণে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে চীনের হুবেই প্রদেশের উহান শহর। বাংলাদেশের রাজধানী ঢাকা পেয়েছে ১৩০ পয়েন্ট।

তালিকায় শীর্ষ ১০ শহরের ৩টিই উপমহাদেশের। সেগুলো হলো ৩য় অবস্থানে থাকা  লাহোর, ৫ম ও ৭ম এ থাকা মুম্বাই ও কলকাতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বায়ুর গুণাগুণ বিষয়ক নির্দেশনা অনুযায়ী, কোনো এলাকার বাতাসের পিএম ২ দশমিক ৫ উপাদানের পরিমাণ যদি শূণ্য থেকে ৫০ থাকে, সেক্ষেত্রে সেখানকার বাতাস ‘ভালো’; সূচক যদি ৫১ থেকে ১০০’র মধ্যে থাকে, তাহলে বাতাসের মান সন্তোষজনক।

একিউ সূচকে কোনো এলাকার বাতাসের পিএম ২ দশমিক ৫-এর পরিমাণ যদি ১০১ থেকে ২০০ থাকে তাহলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০০ উপর থাকলে তাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করা হয়েছে ডব্লিউএইচওর নির্দেশনায়।

দিল্লির বায়ু গুণাগুণ ব্যবস্থাপণা কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, একিউ সূচক অনুযায়ী রাজধানীর বেশিরভাগ এলাকার বাতাসে পিএম ২ দশমিক ৫-এর পরিমাণ ৪০০’র ওপরে।