শেয়ার বিজ ডেস্ক: বসবাসের জন্য চলতি বছর বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় একসঙ্গে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ। খবর: রয়টার্স।
এরপর রয়েছে সুইজারল্যান্ডের আরেক শহর জেনেভা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) চলতি বছরে তাদের জরিপের ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে।
ইআইইউ’র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মুদ্রায় ২০০টির বেশি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় বছরের হিসেবে এবার মূল্য বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।
২০২২ সালের রেকর্ড ৮ দশমিক ১ শতাংশ থেকে এটি কিছুটা কম হলেও ২০১৭ থেকে ২০২১ সালের মূল্য বৃদ্ধির প্রবণতার চেয়ে এটা বেশি।
এ কারণে ইআইইউ বলছে, বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়-সংকট এখনও শেষ হয়নি।
গত ১১ বছরে ৯ বার বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থান সিঙ্গাপুরের। যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে পরিবহন খরচ বিশ্বে সবচেয়ে বেশি। এছাড়া সেখানে সবচেয়ে ব্যয়বহুল পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল।
অন্যদিকে জুরিখে মুদিপণ্য, গৃহস্থালি পণ্যসামগ্রী ও চিত্তবিনোদনের ব্যয় সবচেয়ে বেশি।
জেনেভা ও নিউইয়র্ক একসঙ্গে তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হংকং, ষষ্ঠ স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস।
বিশ্বে অন্য এলাকার চেয়ে গড়ে এশিয়ায় পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে ইআইইউ।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স প্রদত্ত তালিকায় ২০২৩ সালের জন্য বিশ্বের ১০টি সবচেয়ে ব্যয়বহুল শহর হলো জুরিখ ও সিঙ্গাপুর সিটি (যৌথভাবে), নিউইয়র্ক এবং জেনেভা (যৌথভাবে), হংকং, লস এঞ্জেলেস, প্যারিস, তেল আবিব ও কোপেনহেগেন (যৌথভাবে) এবং সান ফ্রান্সিসকো।