বিশ্ব অর্থনীতি চাঙ্গা হচ্ছে: আইএমএফ

শেয়ার বিজ ডেস্ক : চীন শূন্য কভিডনীতি শিথিল করার পর বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙ্গা হচ্ছে। বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনীতির গতিচাঞ্চল্য দেখা যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর: নিউইয়র্ক টাইমস।

আইএমএফ জানিয়েছে, বিশ্ব অর্থনীতি চলতি বছর ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পাবে। এর আগে গত অক্টোবরে আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছিল, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পাবে। ২০২২ সালে এ বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ।

সংস্থার আশা, মূল্যস্ফীতি গত বছরের ৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে চলতি বছর ৬ দশমিক ৬ শতাংশে নামবে। ২০২৪ সালে তা আরও কমে ৪ দশমিক ৩ শতাংশ হবে। প্রায় এক বছর ধরে বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি চলছে। এর অন্যতম কারণ, বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধি।

প্রসঙ্গত, কভিড-১৯ মহামারির শুরু থেকে চীন শুন কভিডনীতি গ্রহণ করে, যা গত বছরের শেষের দিকে শিথিল করা হয়।