Print Date & Time : 5 August 2025 Tuesday 1:14 am

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ আখেরি মোনাজাত

নিজস্ব প্রতিবেদক: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে।

তিনি বলেন, ‘আজ শনিবার ফজরের নামাজের পর বয়ানে ছিলেন মাওলানা সাঈদ বিন সাদ (ভারত) এবং বাংলা তরজমায় ছিলেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমদের সঙ্গে কথা বলেছেন মাওলানা আব্দুল আজিম (ভারত)। জোহরের পর বয়ানে ছিলেন মাওলানা শরিফ (ভারত)। বাংলা তরজমায় ছিলেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পর বয়ান করেন মাওলানা ওসমান (পাকিস্তান)। বাংলা তরজমা করেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। মাগরিবের পর বয়ান করেন মুফতি ইয়াকুব (ভারত)। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।’

মোহাম্মদ সায়েম জানান, রোববার ফজরের পর বয়ানে থাকবেন মুফতি মাকসুদ (ভারত)। বাংলা তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পর হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত) এবং বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

তিনি বলেন, ‘আজ ইজতেমা মাঠে আরও একজন মারা গেছেন। এ পর্যন্ত মোট ছয়জনের মৃত্যু হয়েছে।’

বিশ্ব ইজতেমায় ৫৬ দেশের বিদেশি মেহমান রয়েছেন ছয় হাজার ২৪৯ জন। আরবি ভাষাভাষীর ৪২৫ জন, ইংরেজি ভাষাভাষীর দুই হাজার ১২৪ জন, উর্দু ভাষাভাষীর এক হাজার ৬৩০ জন এবং অন্যান্য ভাষাভাষীর দুই হাজার ৭০ জন।