শেয়ার বিজ ডেস্ক: ডলারের বিপরীতে ইউরোর মান কমে যাওয়ায় বৃহস্পতিবার ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রধান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোজোনে সুদহার রেকর্ড বৃদ্ধি পাবে। এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর হতে বলেছেন তিনি। এর পরদিন গতকাল শুক্রবার ইসিবিতে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দাম বেড়েছে। আর ডলারের মান দুর্বল হওয়ায় গতকাল বিশ্ব পুঁজিবাজারে সূচক এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এদিকে ডলারের দামে স্বস্তি থাকায় এশিয়ার পুঁজিবাজারেও সূচক বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ে ইসিবি প্রধানের ‘শক্ত’ মন্তব্যের জেরে ইউরোর দাম বেড়েছে। খবর: বিবিসি, রয়টার্স।
আগামী এক সপ্তাহের জন্য ইউরোর মান এক দশমিক পাঁচ শতাংশ বাড়াতে চায় ইসিবি, যেখানে রেকর্ড ৭৫ বেসিস পয়েন্টে বৃহস্পতিবার সুদহার বাড়ানোর হুশিয়ারি দেয়া হয়। এমনকি ইউরোজোনে আসন্ন শীতে মন্দার শঙ্কার কথা বলেছেন ইসিবি প্রেসিডেন্ট খ্রিস্টিনা লাগার্দে। এর আগে গত জুলাইতে ইসিবি সুদহার বাড়িয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল বৃহস্পতিবার বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ‘দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ’, কিন্তু আশা করা হচ্ছে, এটি অতীতের মূল্যস্ফীতির ‘উচ্চ সামাজিক খরচ’ নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব নয়।
এ বিষয়ে পোর্টফোলিও ম্যানেজমেন্ট-বিষয়ক মাল্টি অ্যাসেট সলিউশন অলস্পিরিংয়ের গ্লোবাল হেড ম্যাথিয়াস শেইবার বলেছেন, ‘আমরা শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাইরে, যেমনÑব্যাংক অব ইংল্যান্ড ও ইসিবির মতো ব্যাংকগুলোর মূল্যস্ফীতি নিয়ে ‘শক্ত পদক্ষেপ’ দেখতে চাই।’
এদিকে গতকাল জার্মানির দুই বছর মেয়াদি বন্ডের দাম ৯ বেসিস পয়েন্ট বেড়ে ১.৪১৭ শতাংশে উঠেছে, যা ২০১১ সালের পর দ্বিতীয় দিনের জন্য সর্বোচ্চ প্রবৃদ্ধি। এর ফলে গতকাল ইউরোর দাম এক শতাংশ বেড়ে ১.০১০২ ডলার বেড়েছে।
এ বিষয়ে কমার্স ব্যাংকের একজন বিশ্লেষক এক নোটে লিখেছেন, আগামী মাসে ইসিবি শীর্ষ পর্যায়ের বৈঠকে ইউরোপের মূল্যস্ফীতি ৭৫ বিপি হারে বাড়ার ইঙ্গিত দিয়েছেন, যা নিতে ইসিবি প্রেসিডেন্ট এরই মধ্যে কঠোর মন্তব্য করেছেন। অন্যদিকে গতকাল প্রধান প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলার ০.৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।
ইউরোপীয় স্টক মার্কেটে গতকাল ইউরো স্টকসস ৫০ সূচক ০.৭৩ শতাংশ বেড়েছে, আর জার্মান ডিএএক্স সূচকে ০.২ শতাংশ এবং এফটিএসই সূচক ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ওয়াল সিটর প্রধান সুচকগুলোর মধ্যে বিক্রির চাপে এসঅ্যান্ডপি ৫০০ সূচকে ০.৫ শতাংশ এবং নাসডাক সূচকে ০.৭ শতাংশ বেড়েছে, যা গত ৯ দিনের মধ্যে সর্বোচ্চ। আর ডলারের বিপরীতে স্টারলিংয়ের দাম বেড়েছে ১.১ শতাংশ। অন্যদিকে জাপানি মুদ্রা ইয়েন বিপরীতে গতকাল ডলারের দাম কমেছে ১.২ শতাংশ, যা গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পতন।
এদিকে ডলারের দাম হ্রাস পাওয়ায় এশিয়ার পুঁজিবাজারেও বিভিন্ন সূচক বেড়েছে। এমএসসিআই ওয়ার্ল্ড স্টক সূচক ০.৬৩ বেড়েছে, যা সপ্তাহের হিসেবে ১.৫ শতাংশ বেড়েছে। আর জাপানের বাইরে এশিয়া প্যাসিকের শেয়ার বেড়েছে ১.৫ শতাংশ। অন্যদিকে হংকং স্টকে সূচক বেড়েছে ২.৮ শতাংশ। চীনের ব্ল– চিপ খ্যাত হং সেন সূচক বেড়েছে ১.৪ শতাংশ।
গতকাল চীনের ভোক্তা দপ্তর এক প্রতিবেন প্রকাশ করে, যেখানে বলা হয়, গত আগস্টে চীনের ভোক্তা ব্যয় ও উৎপাদন খরচ বাড়লেও প্রত্যাশার তুলনায় কম ছিল। কারণ বেইজিং কৃষকদের জন্য এরই মধ্যে কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। অন্যদিকে জাপানের নিক্কেই (এন২২৫) সূচক ০.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে গত কয়েক দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নি¤œগতি থাকলেও রাশিয়ার বিনিয়োগকারীরা তেল ও গ্যাস রপ্তানি নিয়ে নতুন হুমকি দেয়। এর জেরে গতকাল জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। যেখানে ইউএস ক্রুড অয়েল ১.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৩ ডলারে বিক্রি হয়েছে। অন্যদিকে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৪১ ডলারে বিক্রি হয়ে।
এদিকে স্বর্ণের দামও বেড়েছে গতকাল। স্বর্ণের দাম ১ দশমিক ২২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ দশমিক ৭২৬ ডলার বিক্রি হয়েছে। যা মূলত ডলারের দাম দুর্বল করতে সহায়তা করেছে।