Print Date & Time : 8 July 2025 Tuesday 11:13 pm

বিশ্ব পুঁজিবাজারে সূচকের পতন কমেছে তেলের দাম

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের আগ মুহূর্তে বিশ্ব পুঁজিবাজারে পতন দেখা গেল। একই সঙ্গে কমেছে তেলের দামও। খবর: এপি।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রি-মার্কেটেও পতনের ধারায় ছিল সব সূচক।

গতকাল যুক্তরাষ্ট্রের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা। সরকার প্রতিবেদনে অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করছে, যাতে মূল্যস্ফীতির কারণে ব্যয় বৃদ্ধির সঙ্গে দেশটির নাগরিকরা খাপ খাইয়ে নিতে পারেন।

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে উচ্চ নীতি সুদহার ও বন্ড বিশেষ প্রভাব রাখছে। এছাড়া আবাসন খাতের মর্টগেজ হার ২০০০ সালের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এতকিছুর পরও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডের আশা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যাবে। একই সঙ্গে মন্দার ঝুঁকি এড়িয়ে চলা যাবে।

তবে মধ্যপ্রাচ্যে সংঘাত এবং অন্যান্য ঝামেলার কারণে যুক্তরাষ্ট্রের ইকোনমিক আউটলুকে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গতকাল জার্মানির ডিএএক্স সূচক কমে ১ দশমিক ৪ শতাংশ। এতে তাদের পয়েন্ট অবস্থান করে ১৪ হাজার ৬৮১ দশমিক ৩০-এ। প্যারিসের সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৬ হাজার ৮৬৩ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। ব্রিটেনের এফটিএসই ১০০ শূন্য দশমিক ৭ শতাংশ কমে পয়েন্ট হয় ৭ হাজার ৩৬৫ দশমিক ০২।

যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিটের পুঁজিবাজারগুলোয় পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমে। একই দিন ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক কমে শূন্য দশমিক ৩ শতাংশ।

এছাড়া ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার এর হার ছিল ৪ দশমিক ৮২ শতাংশ, যা গতকাল বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৯৭ শতাংশে।

এদিকে এশিয়ার পুঁজিবাজারগুলোর সব সূচকে পতন হয়েছে। টোকিওর নিক্কেই ২২৫ সূচক কমেছে ২ দশমিক ১ শতাংশ। এতে তাদের পয়েন্ট অবস্থান করে ৩০ হাজার ৬০১ দশমিক ৭৮-এ। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ২ দশমিক ৭ শতাংশ কমে ২ হাজার ২৯৯ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে।

এদিন হংকংয়ের হ্যাংসেং শূন্য দশমিক ২ শতাংশ কমে ১৭ হাজার ০৪৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। একই দিন পতন দিয়ে শুরু হয় সাংহাই কম্পোজিট সূচক। তবে দিন শেষে শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই হাজার ৯৮৮ দশমিক ৩০ পয়েন্টে দিন শেষ করে।

বৃহস্পতিবার সিডনির এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক কমে শূন্য দশমিক ৬ শতাংশ। এতে তাদের পয়েন্ট অবস্থান করে ছয় হাজার ৮১২ দশমিক ৩০ পয়েন্টে। ব্যাংককের সেট ও তাইওয়ানের তাইয়েক্স সূচক কমে যথাক্রমে ২ দশমিক ২ ও ১ দশমিক ৭ শতাংশ।

ওদিকে নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ইউএস বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ১ ডলার ২৩ সেন্ট কমে ৮৪ ডলার ১৬ সেন্ট হয়েছে। এর আগের দিন বুধবার যা ১ ডলার ৬৫ সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৫ ডলার ৩৯ সেন্টে।

অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারস প্রতি ব্যারেল ১ ডলার ২৩ সেন্ট কমে ৮৭ ডলার ৮৯ সেন্ট হয়েছে, আগের দিন যা ২ ডলার ০৬ সেন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছায় ৯০ ডলার ১৪ সেন্টে।

গত মাসে তেলের দাম বৃদ্ধি পেয়ে ৯৩ ডলারে ওঠে। ইসরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান ও অন্য তেল উৎপাদক দেশগুলো তেলের সরবরাহ ব্যাহত করতে পারে এমন আশঙ্কায় তেলের দাম বৃদ্ধি পায়। তবে এখন পর্যন্ত তেলের বাজারে এ সংঘাতের প্রভাব পড়েনি। এমনকি গাজা উপত্যকায় ট্যাংক হামলার পরিপ্রেক্ষিতেও তেলের দাম বৃদ্ধি পায়নি।

এছাড়া মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপি ও জাপানের ইয়েন কিছুটা দুর্বল হয়েছে। ইসরায়েল ও হামাসের সংঘাতের কারণে বেড়েছে ডলারের সূচক।