Print Date & Time : 5 August 2025 Tuesday 10:36 pm

বিসিআই’র নতুন পর্ষদ

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) দ্বিবার্ষিক (২০২৩-২৫) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিসিআই’র পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাচন বোর্ড চেয়ারম্যান আব্দুল হক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তারা হলেনÑসভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ (চেয়ারম্যান, ইভিন্স গ্রুপ, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং সাবেক সভাপতি, বিজিএমইএ) বিসিআই’র সভাপতি, ঊর্ধ্বতন সহসভাপতি প্রীতি চক্রবর্ত্তী (চেয়ারম্যান, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি. এবং পরিচালক, এফবিসিসিআই) এবং সহসভাপতি মোহাম্মদ ইউনুছ (ব্যবস্থাপনা পরিচালক, ইউনুছ গ্রুপ এবং চেয়ারম্যান, শাহ্জালাল ইসলামী ব্যাংক লি.)।

সাধারণ শ্রেণিতে নির্বাচিত অন্যরা হলেনÑড. দেলোয়ার হোসেন রাজা, ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ, মিজানুর রহমান, এমএ রাজ্জাক খান, আবুল কালাম ভূঁইয়া, এসএম শাহ্ আলম মুকুল, যশোদা জীবন দেবনাথ, শাহিদ আলম, কেএম রিফাতউজ্জামান, রুসলান নাসির, খায়ের মিয়া, সোহানা রউফ চৌধুরী ও মাহফুজুর রহমান। সহযোগী শ্রেণিতে নির্বাচিতরা হলেনÑশহিদুল ইসলাম নিরু, রঞ্জন চৌধুরী, জিয়া হায়দার মিঠু, শাহ আলম লিটু, নাজমুল আনোয়ার, ইসহাকুল হোসেন সুইট ও সেলিম জাহান।

বিসিআই নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২৩-২৫ মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বিসিআই’র সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি