Print Date & Time : 8 September 2025 Monday 10:39 pm

বিসিএসে ২৩০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

নিজস্ব প্রতিবেদক : ৪৫তম বিসিএসে ক্যাডার পদে ২৩০০ পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার কমিশনের বিশেষ সভায় এ অনুমোদনের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

দুপুরের পর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩০০ পদে নিয়োগের অনুমোদন করেছে। এই বিসিএসে ২৩টি ক্যাডারে জনবল নিয়োগ দেওয়া হবে। তবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন। শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ পাবেন।

সাধারণ বিসিএসের ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।