নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি শূন্য দশমিক শূন্য পাঁচ পয়সা লোকসান হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিলো শূন্য দশমিক শূন্য সাত পয়সা। ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৫৩ পয়সা।
এদিকে রেকর্ড ডেটের আগে আগামী রোববার (১৯ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২১ ডিসেম্বর। তাদের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর। ওইদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।