Print Date & Time : 11 September 2025 Thursday 4:44 pm

বীর মুক্তিযোদ্ধার সন্তান-নাতি-নাতনিকে বৃত্তি দিল এনআরবিসি ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর মক্তিযোদ্ধার ১০০ জন সন্তান-নাতি-নাতনিদের এনআরবিসি ব্যাংকের সহযোগিতায়  বঙ্গবন্ধু  শিক্ষাবৃত্তি-২০২৩ দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবউল্লাহ কনফারেন্স হলে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের এনআরবিসি ব্যাংকের এটিএম কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মঈন, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, ভাস্কর আখতার আহমেদ রাশা, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি