Print Date & Time : 30 August 2025 Saturday 8:11 pm

বুথ থেকে টাকা চুরি, গ্রেপ্তার ২

প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার একটি এটিএম বুথ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করে এক ব্যাংক কমকর্তাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

গ্রেপ্তাররা হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার বাগপুর গ্রামের বাসিন্দা ও ডাচ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান এবং দিনাজপুরের কোতোয়ালি থানার রাজারামপুর গ্রামের রেজাউল ইসলাম। রেজাউল একটি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট।

পুলিশ সুপার বলেন, গত ১১ নভেম্বর রাতে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিডিএম মেশিন থেকে ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা চুরি হয়। কিন্তু ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে বুথের গার্ডকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয় এবং মেশিনের তালা খুলে রাখা হয়।

এ ঘটনায় ১২ নভেম্বর ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার অপূর্ব রায় বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে বরকতকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে দোষ স্বীকার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে রেজাউলকে গ্রেপ্তার করলে সেও দোষ স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা ও চার লাখ টাকার ভুয়া ডিপোজিট সিøপ এবং আটটি এটিএম কার্ড, তিনটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি এ ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।