Print Date & Time : 1 September 2025 Monday 10:04 pm

বুধবার দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৪ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯২ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে এনআরবি ব্যাংক এর।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৬.৭৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তিতাস গ্যাস এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ।

আর ৬০ পয়সা বা ৬.১৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিডি ওয়েল্ডিং ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনআরবিসি ব্যাংক ৫.৯৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৫.৭৬ শতাংশ, শাইনপুকুর সিরামিক ৫.৭৬ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৫.৭১ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ৫.৬১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৫.৫৬ শতাংশ এবং গোল্ডেন হারভেস্ট এগ্রোইন্ডাস্ট্রিজ ৫.৫০ শতাংশ কমেছে।