নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ই নভেম্বর বুধবার, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ অ্যাকাউন্টিং অলিম্পিয়াড-২০২১’। সমগ্র দেশের পাশাপাশি কর্পোরেট সেক্টরে উচ্চ-মানের পেশাদার পরিষেবা প্রদানের জন্য নিবেদিত এবং দেশের পেশাদার হিসাবরক্ষকদের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে বিবেচিত ‘সিএফও ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (সিএফও বিডি) আলোচিত অনুষ্ঠানটির আয়োজন করতে চলেছে।
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসে বাংলাদেশে অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞান পেশাকে উন্নত করার অঙ্গীকারের অংশ হিসেবে, প্রতিষ্ঠানটি সমস্ত সরকারী এবং বেসরকারি বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সংক্রান্ত একটি প্রতিযোগিতার আয়োজন করবে। শিক্ষার্থীরা ‘বাংলাদেশ অ্যাকাউন্টিং অলিম্পিয়াড-২০২১’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স পেশার সাথে পরিচিত হবে।
১০ই নভেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠানটির উদ্বোধনীতে শফিকুল আলম অ্যান্ড কোং চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস এর পিন্সিপাল অ্যান্ড সিইও মো. শফিকুল আলম এলএলবি, এসিএস, এফসিএমএ, এফসিএ এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে যোগ দেবেন ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, আহমেদ খান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের স্বত্বাধীকারী হায়দার আহমেদ খান এফসিএ এবং পারফেট্টি ভ্যান মেলে ইউএসএ এর ফাইন্যান্স ম্যানেজার নাজমুল হায়দার এফসিএমএ।
একইসঙ্গে বাংলাদেশ অ্যাকাউন্টিং অলিম্পিয়াড-২০২১ এ তিনজন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরষ্কার। প্রথম পুরষ্কার বিজয়ী পাবেন নগদ ১০ হাজার টাকা অথবা বিনামূল্যে এসএপি/আইএস-আইএফআরএস কোর্স করার সুযোগ। দ্বিতীয় পুরষ্কার বিজয়ী পাবেন নগদ ৭ হাজার টাকা অথবা বিনামূল্যে ট্যালি কোর্স করার সুযোগ। তৃতীয় পুরষ্কার বিজয়ী পাবেন নগদ ৫ হাজার টাকা অথবা বিনামূল্যে এক্সেল কোর্স করার সুযোগ।
এছাড়া বিজয়ী তিন জনই পাবেন নিমোক্ত বইগুলো:
১. প্রাক্টিকাল অ্যাকাউন্টিং
২. আইএএস অ্যান্ড আইএফআরএস থিওরি; পার্ট এ: আইএএস
৩. আইএএস অ্যান্ড আইএফআরএস থিওরি; পার্ট বি: আইএফআরএস
৪. এসএপি ফিকো- প্রাক্টিকাল গাইড
৫. পুজিবাজারের অ আ ক খ
৬. প্যারেন্টিং-কী বলে ইসলাম
নিচে বাংলাদেশ অ্যাকাউন্টিং অলিম্পিয়াডের কর্মসূচী ধারাবাহিকভাবে দেওয়া হলো:
বাংলাদেশ অ্যাকাউন্টিং অলিম্পিয়াড ২০২১ এর উদ্বোধন হবে আগামী ১০ই নভেম্বর ২০২১ সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯:০০ পর্যন্ত
স্ক্রিনিং রাউন্ড (গুগল ফর্ম-ভিত্তিক মূল্যায়ন): ১২ই নভেম্বর ২০২১ সন্ধ্যা ৭:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত
স্ক্রীনিং রাউন্ডের ফলাফল এবং ফাইনালিস্টের ঘোষণা: ১৪ নভেম্বর ২০২১ বিকাল ৫:০০ টায়
ফাইনাল রাউন্ডের জন্য গ্রুমিং সেশন: ১৮ই নভেম্বর ২০২১ সন্ধ্যা ৭:০০ থেকে ৮:০০ পর্যন্ত
ফাইনাল রাউন্ড: ২০শে নভেম্বর ২০২১ [বিশদ বিবরণ গ্রুমিং সেশনের সময় সরবরাহ করা হবে]
অনুষ্ঠানে যোগদানের জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক। নিবন্ধন করতে নিচের লিংকটি অনুসরণ করুন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScvVAktrCUvvWzudsRYHpDmqP94odfNAWsAIg7vWN3kNcRJ4A/viewform