Print Date & Time : 13 September 2025 Saturday 11:54 pm

বুধবার বন্ধ থাকবে সোনার দোকান

আগামীকাল বুধবার দেশের সব সোনার দোকান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।

সংগঠনের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি বলছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী পুজোর দিন বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার জন্য অনুরোধ জানায় জুয়েলার্স সমিতি।